মালদা

পুরাতন মালদায় জয়ী বিজেপি ও তৃণমূল, ত্রিশঙ্কু হয়ে ঝুলে রইল বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত

ভোট গণনা যত এগোচ্ছে ততই উল্লাশে মেতে উঠছে পুরাতন মালদার বিভিন্ন রাজনৈতিক দল। এদিন একের পর এক গণনার ফল প্রকাশ হতেই ধীরে ধীরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত চিত্র পরিষ্কার হতে শুরু করে। দেখা যায়, পুরাতন মালদা ব্লকের তিনটি অঞ্চলের দখল নেওয়ার পথে বিজেপি। এই তিনটি অঞ্চলের মধ্যে রয়েছে মুচিয়া গ্রাম পঞ্চায়েত, সাহাপুর গ্রাম পঞ্চায়েত ও ভাবুক গ্রাম পঞ্চায়েত। অপরদিকে মহিষ বাথানী অঞ্চলের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ত্রিশঙ্কু হয়ে ঝুলে রয়েছে। এদিকে তৃণমূলকে হারিয়ে প্রাক্তন তৃণমূল কর্মী তথা এবারের নির্বাচনে দাঁড়ানো নির্দল প্রার্থীকেও জয়ী হতে দেখা যায়। সব মিলিয়ে পুরাতন মালদায় কম বেশি হাসি ফুটেছে সমস্ত দলের মুখেই। এক নজরে দেখে নেওয়া যাক পুরাতন মালদার কয়েকটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ফলাফল। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮ টি। যার মধ্যে তৃণমূল ১১ টি, বিজেপি ৩ টি, সিপিএম ১ টি, কংগ্রেস ৩ টি আসনে জয়ী হয়েছে। মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোট ১৬ টি আসনের মধ্যে ৫ টি তে তৃণমূল, ১০ টি আসনে বিজেপি, ও একটি আসনে কংগ্রেস জয়ী হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3dPujcHmx4w